জাতীয়

সারাদেশে করোনায় মোট মৃতের অর্ধেকের বেশি ঢাকা বিভাগে

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭২ জনে। তাদের মধ্যে পুরুষ চার হাজার ৭৯ জন এবং নারী এক হাজার ১৯৩ জন। বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগেই মৃত রোগীর সংখ্যা ৫০ শতাংশের বেশি।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে দুই হাজার ৬৪২ জন(৫০ দশমিক ১১ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৭৮ জন(২০ দশমিক ৪৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৫০ জন (৬ দশমিক ৬৪ শতাংশ), খুলনা বিভাগে ৪৩৫ জন (৮ দশমিক ২৫ শতাংশ), বরিশাল বিভাগে ১৮৭ জন (৩ দশমিক ৫৫ শতাংশ), সিলেট বিভাগে ২৩১ জন (৪ দশমিক ৩৮ শতাংশ), রংপুর বিভাগে ২৩৯ জন (৪ দশমিক ৫৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১০ জন (২ দশমিক ০৯ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে পাঁচজন এবং রংপুরে দুইজন রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮ পরীক্ষাগারে ১১ হাজার ৪১০ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৪২০ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫০৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন ২১ জন। এর মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজন রয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৭২ জনে।

এমইউ/এসআর

Advertisement