জাতীয়

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার বেড়েছে। এ সময়ে রাজধানীসহ দেশের সরকারি ও বেসরকারি ১০৮টি পরীক্ষাগারে ১১ হাজার ৪১০টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি।

গত বেশ কয়েক দিন ধরে করোনার নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১০ শতাংশে নেমে এসেছিল। সে হিসেবে হঠাৎ করেই রোগী শনাক্তের হার বাড়লো।

Advertisement

স্বাস্থ্য ও রোগতত্ত্ববিদদের হিসেবে, কোনো দেশে নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে আসলে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে গণ্য করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ জন ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭২ জনে।

এমইউ/এমএসএইচ/জেআইএম

Advertisement