মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দৈনিক ১২ ঘণ্টার লকডাউন কার্যকর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মাদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে এক অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন থাকবে।
বিজ্ঞতিতে আরও বলা হয়, লকডাউনের সময়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।
Advertisement
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাব বিকেল ৫টা থেকে বন্ধ রাখার ব্যাপারে বিভাগীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকবে। ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এই আদেশ শিথিল যোগ্য থাকবে।
ছামির মাহমুদ/এএম/জেআইএম
Advertisement