দেশজুড়ে

অপহৃত পর্যটক জুবায়েরের বাবাকে মিথ্যা খবর দেন সাইফুল

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী সেপ্রুপাড়া থেকে অপহৃত তিন পর্যটকের মধ্যে ২ জনকে কুমিল্লার দেবীদ্বারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে মোবাইল ফোনে এমনই এক ভুয়া খবর দেয়া হয় অপহৃত পর্যটক জুবায়ের এর বাবা আব্দুর রবকে।বুধবার বিকেল পৌনে চারটার দিকে কুমিল্লার দেবীদ্বার থেকে সাইফুল নামে ওই ব্যক্তি আব্দুর রবকে ফোন করে অপহৃতদের চিকিৎসার জন্য দ্রুত এক লাখ টাকা বিকাশ করে পাঠানোর কথা বলেন।বিকেল সোয়া পাঁচটার দিকে জাগো নিউজকে এতথ্য জানিয়েছেন অপহৃত আবদুল্লাহ আল জুবায়ের এর আব্দুর রব।তিনি জানান, সাইফুল নামের ওই ব্যক্তি ফোনে আমাকে জানায়, জুবায়ের খুব অসুস্থ তাকে তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। এজন্য এক লাখ টাকা প্রয়োজন। দ্রুত এক লাখ টাকা বিকাশ করেন। এরপর থেকে ওই ফোন নম্বরটি ০১৯১৬২৩৬৭৪১ বন্ধ পাওয়া যাচ্ছে।এর আগে এ খবরটি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও পুলিশ উপজেলার সবকটি হাসপাতাল ও ক্লিনিকে তল্লাসি চালায়। প্রায় এক ঘণ্টা তল্লাসির পর পুলিশ অপহৃতদের না পেয়ে অভিযান বন্ধ করে দেয়।দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পারভেজ আলম জাগো নিউজকে জানিয়েছেন, স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনে দেবীদ্বারের সবকটি ক্লিনিক ও হাসপাতালে তল্লাসি চালানো হয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বান্দরবানের রুমার সীমান্তবর্তী সেপ্রুপাড়া থেকে অস্ত্রের মুখে পর্যটক জাকির হোসেন মুন্না (৩০), আব্দুল্লাহ আল জুবায়ের (৩২) এবং স্থানীয় গাইড মাংসাই ম্রোকে (২৮) অপহরণ করা হয়। এমএএস/পিআর

Advertisement