খেলাধুলা

দ. আফ্রিকা-ভারত-পাকিস্তানের বিপক্ষে দাপটের সঙ্গেই জিতেছি

ছোট দলের বিপক্ষে বড় দলগুলো যেমন দাপটের সঙ্গে জয় লাভ করে তেমন ভাবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে চান বলে জানিয়েছিলেন সাকিব। কিন্তু বাংলাদেশ কোচ জানালেন ভিন্ন কথা। নতুন করে দাপট দেখিয়ে জেতার কিছু নেই। এর আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দাপটের সঙ্গেই জিতেছে।বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে। সাকিব দাপটের সঙ্গে জিততে চান এই প্রসঙ্গে তিনি বলেন, এটা ভালো, তার আত্মবিশ্বাস আছে বলেই সে বলতে পেরেছে। আশা করি সে তা করতে পারবে। সাকিবের উদ্ধৃতি নিয়ে আরও হাথুরুসিংহে বলেন, আপনারা যদি খেয়াল করেন সর্বশেষ তিনটি সিরিজে বাংলাদেশ বেশ বড় জয় পেয়ে এসেছে। ৭/৮ উইকেটে জয়, ৮০/৯০ রানে জয়কে আপনি ছোট জয় বলতে পারবেন না। সেক্ষেত্রে জিম্বাবুয়েকে নিয়ে আলাদা কোন প্লান নেই। নিজেদের মত খেললে এটা এমনি এমনি হয়ে যাবে।উল্লেখ্য, সর্বশেষ জিম্বাবুয়েকে দেশের মাটিতে বাংলাওয়াশ করেছিল টাইগাররা। তখন বাংলাদেশ দল এর আগে শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যর্থতায় রীতিমত খাদের কিনারায় ছিল। আর এবার ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দল গুলোর বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তাই সাকিবের চাওয়া খুব স্বাভাবিক ব্যাপারই মনে হয়েছে বাংলাদেশ কোচের। আরটি/এমআর/পিআর

Advertisement