নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Advertisement
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাইবুর ঢাকায় সরকারি কমর্চারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নির্বাচন কর্মকর্তা মো. সাইবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন। সাইবুরের মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডিসি।
স্থানীয় সূত্র জানায়, বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
Advertisement
অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে তাকে আইসিউতে, পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সপ্তাহ খানেক লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দুপুরে মারা যান তিনি।
নির্বাচন কর্মকর্তা মো. সাইবুরের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। স্ত্রী, দুই ছেলে এক এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মো. সাইবুর ২০১৯ সালের জুলাইয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম
Advertisement