লাইফস্টাইল

আলু দিয়েই তৈরি করুন সুস্বাদু মিষ্টি

আলু তো অনেকভাবেই খাওয়া হয়। ঝোল, ভর্তা, ভাজি, সালাদ, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন? অবাক হওয়ার কিছু নেই। খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আলুর গোলাপজাম। রইলো রেসিপি-উপকরণ : আলু সেদ্ধ বাটা- ২ কাপ, ময়দা- ২ কাপ, ছানা- ৮ টেবিল চামচ, বেকিং পাউডার- আধা চা চামচ, ঘি- ৮ টেবিল চামচ, এলাচ গুঁড়া- আধা চা চামচ, ভাজার জন্য তেল- পরিমাণমতো, চিনি- ৬ কাপ।প্রণালি : ৬ কাপ চিনির সাথে ৬ কাপ পানি মিশিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। ময়দা পানি দিয়ে সেদ্ধ করে নিন। ৪ টেবিল চামচ ঘি ও ভাজার জন্য তেল বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিন। এবার মিশ্রণটি কালোজামের আকারে গড়ে নিয়ে একটা ডিশে বিছিয়ে রাখুন। কড়াইয়ে তেল ও বাকি ঘি দিন। গরম হয়ে এলে এতে গোলাপজাম গুলো হালকাভাবে ছেড়ে দিন। ডুবো তেলে গোলাপজামগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে সিরায় ডুবিয়ে রাখুন ঘণ্টাখানেক। ঠাণ্ডা হলে পরিবেশন ডিশে রেখে ওপরে মাওয়া ছিটিয়ে পরিবেশন করতে পারেন।এইচএন/পিআর

Advertisement