জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৮ জন। এদের মধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৫১ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত মোট ৩২ জনের মধ্যে দেশের তিন বিভাগ- খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ৩ এবং ময়মনসিংহ বিভাগের একজনের মৃত্যু হয়। উল্লেখ্য দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Advertisement

এদিকে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ হয় এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪৫৫-তে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে।

Advertisement

এমইউ/এফআর/এমকেএইচ