রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ৬ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেয়া হয়। বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে তাদের নদী পার করে নিয়ে আসা হচ্ছে। বিকেলের মধ্যেই গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে তাদের।এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশের দায়ে৬ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্যাম্পের সদস্যরা তাদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং ফেরত আনার জন্য তৎপরতা শুরু করে। পরে বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি
Advertisement