রাজধানীর মিরপুরে অবস্থিত মার্কস ডেন্টাল কলেজকে মেডিকেল কলেজ ইউনিটে পরিনত না করার দাবি জানিয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে মার্কস ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কস ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্রী শিরীন সুলতানা বলেন, ২০০৮ সালে কলেজ কর্তৃপক্ষ মার্কস ডেন্টাল কলেজের নামে জমি বরাদ্ধ দেন। পরবর্তীতে মালিক পক্ষ ২০১১ সালে মার্কস ডেন্টাল কলেজের নামে উক্ত বরাদ্ধকৃত ভবনেই মেডিকেল ও ডেন্টাল কলেজের কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিগত চার বছর ধরে মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য পৃথক জায়গা ও ভবনের বরাদ্দের জন্য চিঠি প্রদান করে আসছিল।কিন্তু কর্তৃপক্ষ অধিক মুনাফার জন্য স্বতন্ত্র ডেন্টাল কলেজকে রাতের আধারেই মেডিকেল কলেজের অধীন ডেন্টাল ইউনিট করার সিদ্ধান্ত নেন এবং এটি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে স্বতন্ত্র ডেন্টাল কলেজকে মেডিকেল কলেজ ইউনিট করার জন্য লিখিত আবেদন করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেন্টাল কলেজটিকে মেডিকেল কলেজ ইউনিট করার লিখিত নির্দেশনা দেন।এর ফলে মালিকপক্ষ ব্যবসায়িক সুবিধাপ্রাপ্ত হবে। অন্যদিকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কেননা আমাদের স্বতন্ত্র ডেন্টাল কলেজে পড়াশোনার খরচ, কোন মেডিকেল কলেজ ইউনিটে পড়ার প্রায় তিন গুন।এছাড়া আমাদের এতদিন ডেন্টাল কলেজের শিক্ষিকরাই পাঠদান করে আসছে। কিন্তু এটি মেডিকেল কলেজ ইউনিটে পরিনত হলে মেডিকেল কলেজের যে কোন শিক্ষকরা আমাদের ক্লাস নিবে। এর ফলে আমাদের পড়াশোনার মান কমে যাবে।এ অবস্থায় মার্কস ডেন্টাল কলেজের শিক্ষা ও পেশার মান সমুন্নত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বানও জানান কলেজটির শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।এএস/এআরএস/আরআইপি
Advertisement