আন্তর্জাতিক

১০ লাখ মৃত্যু হৃদয়বিদারক, তবে ভাইরাস দমনযোগ্য : ডব্লিউএইচও

চীনে করোনা শনাক্ত হয়েছিল মাত্র নয় মাস আগে। এরই মধ্যে বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এই ভাইরাস। চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক মহামারি। অনেকেই বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থতার দায় চাপিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঘাঁড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিতে অর্থায়নই বন্ধ করে দিয়েছেন। তবে এখনও আশা ছাড়েনি ডব্লিউএইচও। তাদের ভাষ্য, করোনাভাইরাস দমনযোগ্য।

Advertisement

ইতোমধ্যেই বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। এ ঘটনাকে হৃদয়বিদারক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস মঙ্গলবার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেছেন, ‘অনেকে অনেক মানুষকে হারিয়েছেন, যাদের বিদায় বলারও সুযোগ হয়নি। অনেক মানুষ একাকী মৃত্যুবরণ করেছেন। এটা খুবই ভয়াবহ মৃত্যু। তবে ভাইরাসটির বিষয়ে একটি ইতিবাচক বিষয় হচ্ছে, এটি দমনযোগ্য। এটি ফ্লু নয়।’

জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বজুড়ে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫১৪ জন। মারা গেছেন ১০ লাখ ২ হাজার ৬৭৬ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩১ লাখের বেশি মানুষ।

Advertisement

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের পর করোনায় প্রাণহানির শীর্ষে রয়েছে ব্রাজিল (১ লাখ ৪২ হাজার), ভারত (৯৬ হাজার), মেক্সিকো (৭৬ হাজার) ও যুক্তরাজ্য (৪২ হাজার)।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস

Advertisement