জাতীয়

সুস্থতার হার বেড়েছে

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।

Advertisement

এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৩ হাজার ৬৯৮জন।

গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ করা হয়ে। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৬৯টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, রংপুর বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ১৯১ জন, সিলেট বিভাগে ৮৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এসআর/পিআর