দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।
Advertisement
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২১৯ জনে। দেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগেই ৫০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।
বিভাগওয়ারী পরিসংখ্যানে করোনায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে দুই হাজার ৬০৭ (৪৯ দশমিক ৯৫ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ৭৩ (২০ দশমিক ৫৬ শতাংশ), রাজশাহীতে ৩৪১ (৬ দশমিক ৫৩ শতাংশ), খুলনায় ৪৩৫ (৮ দশমিক ৩৩ শতাংশ), বরিশালে ১৮৭ (৩ দশমিক ৫৮ শতাংশ) সিলেটে ২৩০ (৪ দশমিক ৪১ শতাংশ), রংপুরে ২৩৭ (৪ দশমিক ৫৪ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৯ জন (২ দশমিক ০৯ শতাংশ)।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে এক, খুলনায় দুই এবং সিলেটে দুইজন রয়েছেন।
Advertisement
উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬ পরীক্ষাগারে ২ হাজার ৭৬৯ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৬৯ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৮৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬২ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১।
এমইউ/এএইচ/পিআর