ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতারের পর কয়েক সপ্তাহ ধরে চলমান অস্থিরতার পর মালদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুম আগামী এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট হজ পালন শেষে হুলহুল বিমানবন্দর থেকে স্পিডবোটে করে রাজধানী মালেতে ফিরছিলেন। এ সময় হঠাৎ ওই স্পিডবোটে বিস্ফারণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তার স্ত্রী ফাতিমাথ ইব্রাহিম ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা আহত হয়। প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবসহ ৯ জনকে গ্রেফতার করে মালদ্বীপ পুলিশ। এরপরে দেশজুড়ে আদিবের মুক্তির দাবিতে অস্থিরতা শুরু হয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটার অ্যাকাউন্ট থেকে আগামী একমাস দেশুজুড়ে জরুরি অবস্থা জারির তথ্য জানানো হয়।মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুম বলেন, ক্ষমতার লোভে গত মাসে তাকে বহনকারী একটি স্পিড বোটে বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, এ ঘটনায় ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য রয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে, মালদ্বীপের অনুরোধে যুক্তরাষ্ট্রের গোযেন্দা সংস্থা এফবিআই এ ঘটনার তদন্তে নামে। পরে এফবিআই জানায় ওই বোমা বিস্ফোরণের কোনো আলামত তারা পাননি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওইদিন গাইয়ুম তার আসনে না বসে অন্য একটি আসনে বসেন। যে কারণে বিস্ফোরণে তার স্ত্রী ও নিরাপত্তাকর্মীরা আহত হলেও তিনি নিরাপদ থাকেন।এসআইএস/পিআর
Advertisement