দেশজুড়ে

৪ দিন ধরে নিখোঁজ নড়াইলের গৃহবধূ

ঢাকা যাওয়ার পথে নড়াইলের লোহাগড়ার তাসলিমা বেগম নামের একজন গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে ঢাকা যাওয়ার পথে মাওয়া ফেরিঘাট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর ৪ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূ উপজেলার লাহুড়িয়া গ্রামের পঁচাশি পাড়ার আবু বক্কর ধনীর মেয়ে। ৪ বছর আগে শালনগর ইউপির মাকড়াইল গ্রামের মৃত সালাম শিকদারের ছেলে ইমানুর শিকদারের সঙ্গে তার বিয়ে হয়। ইমানুর শিকদার কার্গ জাহাজে চাকরি করেন। গত রোববার সকালে তাসলিমা শ্বশুর বাড়ি মাকড়াইল থেকে চিকিৎসার জন্য তার ভাইয়ের বাসা ঢাকার মগবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর মাওয়া ফেরিঘাট এলাকা থেকে ওই গৃহবধূ নিখোঁজ হন। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর স্বামী ইমানুর শিকদার জানান, সন্তান-সন্ততি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সে ঢাকা যাচ্ছিল। ওই দিন দুপুরে মাওয়া ফেরিঘাট এলাকায় সে (তাসলিমা) আসছে বলে আমাকে ফোনে জানায়। এরপর তার ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই গৃহবধূর ভাই মো. ইবনে রাইসুল জানান, তাসলিমা মুঠোফোনে আমার বাসা ঢাকার মগবাজারে আসার কথা বলে বাড়ি থেকে রওনা হয়। এরপর তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর ভাসুর ইবাদত শিকদার বুধবার দুপুরে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। হাফিজুল নিলু/এসএস/আরআইপি

Advertisement