রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। এ সময়ে সর্বমোট ১০৬টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করে নতুন এক হাজার ৪০৭ জন রোগী শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে সুস্থ হয়ে ওঠেন এক হাজার ৫৮২ জন। শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ হার ছিল ৭৪ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৩ জন, রংপুর বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ৮৬ জন, রাজশাহী বিভাগে ২৩৭ জন, সিলেট বিভাগে ৪৬ জন ও ময়মনসিংহ বিভাগের ৬৩ জন রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১৯৩ জনে।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন। ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর তিনজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ১৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ১৭৫ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Advertisement
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪০৭ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি।
এমইউ/বিএ/এমএস