আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ‘পালঙ্ক’ নামে নতুন ধারাবাহিকের। এই দীর্ঘ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন। পাশাপাশি ‘পালঙ্ক’ দিয়ে যাত্রা শুরু করল এশিয়ান টিভির অঙ্গ প্রতিষ্ঠান এশিয়ান ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া। গেল মঙ্গলবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে ‘পালঙ্ক’ ও নতুন প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়েছে। এসময় এই নাটকের অন্যতম অভিনেত্রী চিত্রনায়িকা দিতির আরোগ্য কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে কেক কাটা শেষে বক্তব্য রাখেন এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ সিআইপি। তিনি বলেন, ‘এখন থেকে বড় বাজেটে নানা বৈচিত্রের অনুষ্ঠান, নাটক, সিনেমা, দেশে-বিদেশে ইভেন্ট এর কাজ করবে ‘এশিয়ান ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া’ প্রোডাকশন হাউজ। আর যাত্রার শুরুতে আমাদের প্রথম অবদান দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পালঙ্ক’। আশা করি নতুন এ যাত্রায় দর্শকরা আমাদের সঙ্গী হবেন।’এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক মো. সাজ্জাদ হোসেন রশীদ, মো. মিনার রশীদ, মাহির আলী খান রাতুল, প্রধান নিবার্হী কর্মকর্তা বেনু শর্মা, প্রধান উপদেষ্টা বার্তা মঞ্জুরুল ইসলাম, ‘পালঙ্ক’ নাটকের পরিচালক ইদ্রিস হায়দার। সকলেই পালঙ্ক ধারাবাহিক ও এশিয়ান ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়ার সাফল্য কামনা করেন। এদিকে বাঁধন পালঙ্ক নাটক সম্পর্কে বলেন, ‘নানা কারণে আমাদের দেশের দর্শকরা ভারতীয় চ্যানেলের প্রতি আসক্ত। সেখান থেকে তাদের দেশীয় টিভিতে ফিরিয়ে আনার ভাবনা নিয়েই এশিয়ান টিভি পালঙ্ক ধারাবাহিকটি তৈরি করেছে। এখানে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। এটা আমার অভিনয় ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি। নাটকে মূলত আমাদের জীবনের নিত্য দিনের গল্প-ঘটনা দেখানো হয়েছে। সবাই একটা পরিবারের মতো কাজ করেছি। আশা করছি দর্শকরা এই ধারবাহিকটি উপভোগ করেবন এবং দেশীয় চ্যানেলে দীর্ঘ ধারাবাহিক নির্মাণে এটি নতুন দিগন্তের সূচনা করবে।’বাঁধন অভিনেত্রী দিতির সুস্থতা কামনা করে বলেন, ‘নাটকটিতে দিতি আপা মমতাময়ী এক নারীর চরিত্রে কাজ করেছেন। তার সাথে কাজ করার সুযোগ পেয়ে বুঝেছি উনি উঁচু মাপের অভিনেত্রী। সেইসাথে চমৎকার মনের একজন মানুষ। আমি এবং পালঙ্ক নাটকের কলাকুশলীরা দিতি আপার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করি। প্রার্থনা করি মস্তিষ্কের যে অসুখ, তাকে জয় করে আবারো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে; তার প্রিয় অভিনয়ের আঙ্গিনায়।’অনুষ্ঠানে জানানো হয়, ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটি নতুন বছরের শুরুতে এশিয়ান টিভিতে প্রচার হবে। এতে আর দিতি ও বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন শামীমা নাজনীন, তুষার খান, আশিক চৌধুরী, অহনা, নিলয়, আরমান পারভেজ মুরাদ, সুব্রত, আসিফ, চন্দ্র, শহিদুল আলম সাচ্চু, রাখি, লতা, জীবন, কোয়েল, কাজী উজ্জল, চম্পা, কুমকুম হাসান, ফারুখ আহমেদসহ অনেকে।প্রসঙ্গত, এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা দিতি মস্তিষ্কের জটিলতায় ভুগছেন। তার মস্তিষ্কে পানি জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুচিকিৎসার জন্য মঙ্গলবার (গতকাল) দুপুরে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) আজ (বুধবার) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে। তার পরিবার দেশবাসীর দোয়া চেয়েছেন। এলএ/আরআইপি
Advertisement