দেশজুড়ে

বরগুনায় ছাত্রলীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

`পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ` এই স্লোগান নিয়ে বরগুনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সদর রোড সংলগ্ন বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের দোকানগুলোতে ঝুড়ি ও লিফলেট বিতরণ করেন ও মানুষকে সচেতন করার জন্য শহরে মাইকিং করেন।এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক জাগো নিউজকে বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় রোগের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি শহরের সৌন্দর্যহানিও ঘটে। তাছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বৃদ্ধি করে। আমাদের কাজ  হচ্ছে মানুষকে সচেতন করে তোলা। যাতে তারা যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলেন।তিনি আরও বলেন, সময় এসেছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার। এক্ষেত্রে শুধু পরিচ্ছন্নতা কর্মীদের দোষ দিলেই হবে না। তারা এককভাবে কোনো দিন এ সমস্যার সমাধান করতে পারবেন না। সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। নিজের এলাকার সৌন্দর্য আমাদের নিজেদের হাতে এ বিষয়টিকে মনে রাখতে হবে। আমরা সবাই যদি যার যার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে এক সময় আমাদের দেশও একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিতি লাভ করবে। কর্মসূচি চলাকালীন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও ড্রেনে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক,যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সোহাগ, মেহেদী হাসান এবং সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবুসহ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।সাইফুল ইসলাম মিরাজ/এসএস/আরআইপি

Advertisement