গণমাধ্যম

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে

ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাঁপানি ও মারাত্মক পেটের পীড়ায় তিনি ভুগছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।প্রসঙ্গত, নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। ১৯৯৭ সালে এই সাংবাদিক রাষ্ট্রীয় রোকেয়া পদক, ২০০০ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর ফেলোসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন নূরজাহান। তার ডাক নাম নূরী।এআরএস/আরআইপি

Advertisement