দেশজুড়ে

নোয়াখালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে চৌমুহনীর নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন জেলা জামায়াতের যুগ্ম-সম্পাদক।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারিতে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে পুলিশ ও হরতাল-অবরোধকারীদের সঙ্গে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ নম্বর আসামি তিনি। উল্লেখ্য,  ২০১৫ সালের ৭ জানুয়ারি বুধবার নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে হরতাল চলাকালীন বিএনপি-জামায়াত নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে মহিন উদ্দিন বাবুর্চি (২৮) ও সিরাজুল হক রুবেল (৩২) নামের দুই যুবক নিহত হয়। এ ঘটনায় হত্যা, পুলিশের ওপর আক্রমণ এবং বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাসকে প্রধান আসামি করে বিএনপি-জামায়াতের ২১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।মিজানুর রহমান/এসএস/আরআইপি

Advertisement