চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘মানবদেহ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?উত্তর : ৩৬.৯ ডিগ্রি। ২. প্রশ্ন : স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?উত্তর : ১৫ পাউন্ড। ৩. প্রশ্ন : সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?উত্তর : হৃৎপিণ্ডের সংকোচন চাপ।৪. প্রশ্ন : ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়?উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণ। ৫. প্রশ্ন : রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?উত্তর : লোহিত রক্তকণিকায়। ৬. প্রশ্ন : কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়?উত্তর : অস্থিমজ্জায়। ৭. প্রশ্ন : মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?উত্তর : ৩৩টি। ৮. প্রশ্ন : মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?উত্তর : ২০টি। ৯. প্রশ্ন : রক্ত কত প্রকার?উত্তর : ৩ প্রকার। ১০. প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কী?উত্তর : অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা। ১১. প্রশ্ন : পালমোনারি শিরা কী বহন করে?উত্তর : অক্সিজেনবাহী রক্ত। ১২. প্রশ্ন : মানবদেহের হৃৎপিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট?উত্তর : চার প্রকোষ্ট বিশিষ্ট। ১৩. প্রশ্ন : লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?উত্তর : ৫-৬ দিন। ১৪. প্রশ্ন : অণুচক্রিকার গড় আয়ু কত দিন?উত্তর : ১০ দিন। ১৫. প্রশ্ন : রক্তশূন্যতা বলতে কী বোঝায়?উত্তর : রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। ১৬. প্রশ্ন : রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?উত্তর : ল্যান্ড স্টিনার। ১৭. প্রশ্ন : বিলিরুবিন কোথায় তৈরি হয়?উত্তর : যকৃতে। ১৮. প্রশ্ন : বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে?উত্তর : ডায়াফ্রাম। ১৯. প্রশ্ন : কিডনীর কার্যকরী একক কী?উত্তর : নেফরন। ২০. প্রশ্ন : মুত্রের গন্ধের দায়ী পদার্থের নাম কী?উত্তর : এমোনিয়া।এসইউ/আরআইপি
Advertisement