জাতীয়

রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

রাজধানীর দারুসসালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

গ্রেফতারকৃতের নাম- মো. নিবিড় হাসান ওরফে আব্দুর রহিম (১৯)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতার নিবিড় হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিন বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। একটি ম্যাসেঞ্জার আইডির অ্যাডমিন হিসেবে বিভিন্ন উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এছাড়া ২টি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করে আসছিলেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এফআর/এমকেএইচ

Advertisement