শারজায় তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলো দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের দায়িত্বশীল ব্যাটিংয়ের দৃঢ়তায় ইংল্যান্ডের চেয়ে ৭৪ রানে এগিয়ে রয়েছেপাকিস্তান।মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। হাফিজ ৯৭ রানে অপরাজিত রয়েছেন।নাইটওয়াচম্যান রাহাত আলী অপরাজিত রয়েছেন শূন্য রানে। নবম টেস্ট শতক পেতে হাফিজের প্রয়োজন আর মাত্র ৩ রান।হাফিজের ৯৭ রানের ইনিংসটি সাজানো ৯টি চার ও তিনটি ছক্কায়।৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন হাফিজ ও আজহার আলি। এই দুই জন ১০১ রানের জুটি গড়েন। আজহার ৩৪ করে রান আউট হলো এই জুটি ভাঙে।বল হাতে সাফল্য পেলেও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন শোয়েব।অ্যান্ডারসনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। উইকেটে থিতু স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হন সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ ইউনুস খান (১৪)। এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২২২ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন কেউ খুব একটা ভালো করতে না পারায় ইংল্যান্ড ৩০৬ রানে অলআউট হয়ে যায়।আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জেমস টেইলর ও জনি বেয়ারস্টো মঙ্গলবার ভালো করতে পারেননি। দুই রান যোগ করেই রাহাতের বলে আউট হন টেইলর (৭৬)। আগের দিন ৩৭ রান করা বেয়ারস্টো (৪৩) জুলফিকার বাবরের বলে বোল্ড হয়ে ফিরে যান। ১২ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা ইংল্যান্ড ৭৬ রানের লিড পায় সমিত প্যাটেলের দৃঢ়তায়। ইয়াসির শাহর বলে বোল্ড হওয়ার আগে ৪২ রানের কার্যকর একটি ইনিংস খেলেন তিনি। ৩৩ রানে চার উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শোয়েব। টেস্টে এটাই তার সেরা বোলিং। এই অলরাউন্ডারের আগের সেরা ছিল ৪২ রানে চার উইকেট। জেডএইচ/আরআইপি
Advertisement