করোনাভাইরাসের সংক্রমণের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে নতুন রোগী শনাক্ত ১০ শতাংশে নেমেছে।
Advertisement
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয় ১০ হাজার ৭৬৫টি। একই সময়ে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১০৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত করোনা রোগীর হার ১০ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি।
Advertisement
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন করোনা রোগী শনাক্তের হার কয়েক সপ্তাহ ধরে কম ছিল। ১০ শতাংশে নেমে আসা নিঃসন্দেহে ভালো সংবাদ। শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা যাবে।
উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১১ জন। ৩৬ জনের মধ্যে হাসপাতালে ৩৫ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১২৯ জনে।
এমইউ/এমএআর/জেআইএম
Advertisement