বিশ্বজুড়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজান প্রাইম’-এ প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের দুই শর্টফিল্ম। এর একটি আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র পরিচালনায় এবং অন্যাটি পরিচালনা করেছেন তৌহিদ আশরাফ। ইংরেজি সাবটাইটেলে দুটি শর্টফিল্ম পহেলা অক্টোবর থেকে অ্যামাজান প্রাইমের মুক্তি পাবে।
Advertisement
এর একটির নাম ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি হচ্ছে ‘আমার অপরাধ কি’?
প্রথমে আমেরিকা এবং পরবর্তীতে ইংল্যান্ডের দর্শকদের জন্য অ্যামাজান প্রাইমে রিলিজ হবে শর্টফিল্মগুলো। এর কয়েকদিনের মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর জন্যও রিলিজ হবে এগুলো।
মজার ব্যাপার হলো একটি শর্টফিল্ম বান্নাহ পরিচালনা করেছেন এবং অন্যটিতে তিনি অভিনয় করেছেন। তিনি জানান, এর আগে দেশের প্রথম ভার্টিকাল ড্রামা হিসেবে ‘ম্যাড বয়’ -এর তিন কিস্তিতে অভিনয় করেছিলেন। বান্নাহ বলেন, ‘প্রযোজক আকবর হায়দার মুন্না ও পরিচালক তৌহিদ আশরাফের উৎসাহে অভিনয় করতে চেষ্টা করেছি।’ বান্নাহ ছাড়াও এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিম অনিক প্রমুখ।
Advertisement
এদিকে, গেলো ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নার নির্দেশনায় ‘আমার অপরাধ কি’। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজান প্রাইমে এটি মুক্তি পাবে শর্টফিল্ম হিসেবে। নির্মাতা বলেন, ‘শর্টফিল্ম নয়, দর্শক ইউটিউবে নাটক লিখে সার্চ করে। সেজন্য নাটক নামেই উন্মুক্ত করা হয়েছিল। তবে একজন নির্মাতার ‘পয়েন্ট অব ভিউ’ এটি নাটক নয়।
এটির ব্যপ্তি নাটকের মতো নয়। ফখরুল রিয়ার সহযোগিতায় গল্প পরিবর্তন করে পুনরায় সম্পাদনা করে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করে শর্টফিল্ম হিসেবে মুক্তি দিচ্ছি।’
বান্নাহ বলেন, ‘শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজান প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম।’
‘ম্যাড বয়- রিলঞ্চড’ বিগ বি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ১ অক্টবোর মুক্তি পাবে এবং ‘আমার অপরাধ কি?’ -এর একটি ভার্সন লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে বর্তমানে দেখা যাচ্ছে।
Advertisement
এলএ/জেআইএম