৪৪তম সংবিধান প্রণয়ন দিবস আজ বুধবার । ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে পাস হয়েছিল। একই বছরের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর হয়। সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধান প্রণয়ন কমিটির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।সংবিধান দিবস উপলক্ষে আজ বুধবার নানা কর্মসূচি রয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দিবসটি উপলক্ষে বিকেলে ধানমণ্ডিতে সেমিনারের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।এতে উপস্থিত আরো থাকবেন সংবিধান-বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, আইনজ্ঞ ড. শাহ্দীন মালিক প্রমুখ।জেডএইচ/আরআইপি
Advertisement