দেশজুড়ে

হুইপ আতিক করোনায় আক্রান্ত

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হুইপের ব্যক্তিগত চিকিৎসক ও তার বড় মেয়ে ডা. শারমিন রহমান অমি বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকায় নমুনা পরীক্ষার ফলাফলে হুইপ আতিকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ডা. শারমিন রহমান অমি বলেন, বাবাকে হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই। তিনি স্বাভাবিক আছেন। জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নেই তার। অক্সিজেনের মাত্রা ৯৮-১০০ শতাংশ।

হুইপ আতিউর রহমান আতিক তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Advertisement

আরএআর/এমএস