যশোরের আদ-দ্বীন হাসপাতালের এক চিকিৎসক ও জাগরণী চক্র ফাউন্ডেশনের দুই কর্মকর্তার নামে আদালতে একটি মামলা করা হয়েছে। চিকিৎসায় অবহেলা, অতিরিক্ত টাকা আদায় ও অসহযোগিতার অভিযোগে মঙ্গলবার এ মামলা করেন মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের আত্তাব সরদারের স্ত্রী রোকেয়া খাতুন।মামলার আসামিরা হলেন আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক সন্তোষ কুমার বাগচী, জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা অঞ্জলী ও মণিরামপুরের খেদাপাড়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার দেলোয়ার হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু ইব্রাহিম অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।মামলা সূত্রে জানা গেছে, রোকেয়া খাতুন জাগরণী চক্র ফাউন্ডেশন খেদাপাড়ার সদস্য। আসামি দেলোয়ার হোসেন তাদের ম্যানেজার। একদিন কেন্দ্রে গিয়ে দেলোয়ার হোসেন ঘোষণা দেন সদস্যদের কেউ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য নিজস্ব চিকিৎসক আছে। রোকেয়া খাতুন বেশ কিছুদিন ধরে জরায়ুর সমস্যায় ভুগছিলেন। ম্যানেজার দোলোয়ার হোসেনের এ ঘোষণায় তিনি আশস্ত হয়ে সমস্যার কথা তাদের জানান।দেলোয়ার ও অঞ্জলী গত ১৩ জানুয়ারি আদ-দ্বীন হাসপাতালে এনে ডাক্তার সন্তোষ কুমার বাগচীর অধীনে ভর্তি করান। পরদিন ওই ডাক্তার রোকেয়া খাতুনের জরায়ুতে অপারেশন করেন। চিকিৎসা খরচ বাবদ তারা তার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। সাতদিন থাকার পর রোকেয়া খাতুন সুস্থ হয়ে ওঠার আগে তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়।দিনদিন রোকেয়া খাতুন আরো অসুস্থ হয়ে পড়লে আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তার কোনো গুরুত্ব দেয় না। এরপর আসামিরা তার চিকিৎসার জন্য আরো ৫০ হাজার টাকা দিতে বলে।টাকা দিতে অস্বীকার করায় রোকেয়া খাতুনের আর কোনো চিকিৎসা দেয়নি ডাক্তার। বর্তমানে রোকেয়া খাতুর মৃত্যশয্যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।মিলন রহমান/বিএ
Advertisement