নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিক্রিতে বাধা দেয়ার জেরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ইভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। রাতে মাদক বিক্রি করার সময় এলাকাবাসী বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসায়ীরা দুইজনকে কুপিয়ে জখম করে। তাদের হামলায় অন্তত ১২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে বুলু ও হৃদয় নামে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুইজন আহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
Advertisement