বিশ্বব্যাপি সিনেমাপ্রেমীদের অন্যতম কাঙ্খিত এক নাম ‘জেমস বন্ড’। এই সিরিজের নতুন ছবির জন্য উম্মুখ হয়ে থাকেন কোটি দর্শক। আর দেরি নয়, অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই। ৬ নভেম্বর সারা বিশ্বে মুক্তি পাচ্ছে জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেকট্রা’। যার সৌভাগ্যবান দর্শক হতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও। একইদিনে ছবিটি মুক্তি দিচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স। জেমস বন্ডের সবশেষ ছবি ‘স্কাইফল’ও সারা বিশ্বের সঙ্গে একইদিনে মুক্তি দিয়ে দেশের দর্শকদের চমকে দিয়েছিল তারা। তারই ধারাবাহিকতায় এবার আসছে ‘স্পেকট্রা’। এ উপলক্ষে ৫ই নভেম্বর সন্ধ্যায় জমকালো এক প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য যে, এই ছবির সার্বিক সহযোগীতায় রয়েছে গ্রামীণফোন। স্টার গ্রাহকদের বিনামূল্যে ‘স্পেকট্রা’ মুভির টিকেট প্রদানের জন্য স্টার সিনেপ্লেক্সের সঙ্গে উদ্যোগ গ্রহণ করেছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র মুভিটি মুক্তির প্রথম এক সপ্তাহের জন্য স্টার সিনেপ্লেক্সে প্রযোজ্য হবে।গেল ২৬ অক্টোবর যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তি পেয়েই যথারীতি বক্স-অফিসে ঝড় তুলেছে ‘জেমস বন্ড’ সিরিজের নতুন সিনেমা ‘স্পেকট্রা’ । ৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘স্পেকট্রা’ মুক্তির প্রথম দুদিনেই আয় করেছে ২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। সিরিজের সবশেষ ছবি ‘স্কাইফল’- এর আকাশছোঁয়া সাফল্যের পর স্বাভাবিকভাবেই ‘স্পেকট্রা’ নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। প্রথম ‘বন্ড’ সিনেমা হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার আয় করা ‘স্কাইফল’ এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। মুক্তির প্রথম দিনে ৩ কোটি ২৪ লাখ আয় করা ‘স্কাইফল’কে ‘স্পেকট্রা’ উদ্বোধনী আয়ে ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। সনি পিকচার্সের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন স্কাইফল-এর পরিচালক স্যাম মেন্ডেস। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবার বন্ড গার্ল হিসেবে আছেন ইতালীয় সুন্দরী মনিকা বেলুচি এবং ফরাসি অভিনেত্রী লিয়া সেড্যু। এই পর্বে খলনায়ক হিসেবে দেখা যাবে ক্রিস্টফ ওয়ালজ, এন্ড্রু স্কট এবং ডেইভ বাতিস্তাকে। শোনা যাচ্ছে, গত তিনটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেইগকে এই সিনেমায় শেষবারের মতো এজেন্ট ০০৭ হিসেবে দেখা যাবে।যুক্তরাজ্যে রাজপুত্র এবং রাজকন্যাসহ লালগালিচার অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে ২৪তম জেমস বন্ড চলচ্চিত্র ‘স্পেকট্রা’ । রয়েল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম এবং রাজবধ‚ কেট মিডলটন। এছাড়া রাজপুত্র হ্যারিও লালগালিচায় উপস্থিত ছিলেন। এক দশক ধরে জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগের জন্য এটি প্রথম লালগালিচার মধ্য দিয়ে বন্ড মুক্তি ক্ষণ। জেমস বন্ড চরিত্রটি তার জীবনকে বদলে দিয়েছে মন্তব্য করে ক্রেগ বলেন, ‘আমি নিজেকে পর্দায় দেখতে অপছন্দ করি কিন্তু জেমস বন্ডের প্রতিটি মুহ‚র্ত রোমাঞ্চিত করে আমাকে’। পরিচালক স্যাম মেন্ডেসের এটি দ্বিতীয়বার বন্ড চলচ্চিত্র পরিচালনা। মেন্ডেসে মুগ্ধ ক্রেইগ বলেন, সে বন্ড পরিচালকদের মধ্যে অন্যতম সেরা। ‘স্পেকট্রা’-এর বন্ড নায়িকা এবার দুজন। লি সিডক্স এবং মনিকা বেলুচ্চি। লি সিডক্সের ভাষ্য, বন্ড চলচ্চিত্রের অংশ হতে পারা ভাগ্যের ব্যাপার। অন্যদিকে মনিকা বেলুচ্চির মন্তব্য, বন্ড চলচ্চিত্র একটি অসাধারণ ধারা। এটি জাদু। বন্ড কেবল ইংল্যান্ডের প্রতিনিধি নয় সে সারাবিশ্বের। এবারের ছবির শুটিং হয়েছে লন্ডন, মেক্সিকো সিটি, রোম এবং মরক্কোতে। ১৯৫৩ সালে লেখা আয়ান ফেন্টমিংয়ের উপন্যাসের বিখ্যাত এমআই সিক্সটিন গোয়েন্দা চরিত্র জেমস বন্ড পর্দায় ১৯৭১ সালে চিত্রায়িত হয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়।২৪ তম জেমস বন্ড চলচ্চিত্র ‘স্পেকট্রা’ তে রয়েছে অনেক নতুন উপাদান। এটি প্রথম বন্ড সিনেমা যেটি প্রথম প্রিমিয়ারের দিনে সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেয়েছে। একই দিনে ব্রিটিশ রাজপরিবার এবং সারা দেশ ছবিটি দেখেছে। সরাসরি সারাবিশে¡র টেলিভিশনে প্রচার হয় ‘স্পেকট্রা’ -এর প্রিমিয়ার। ছবি দেখার আগে দর্শক প্রস্তুত করার এ প্রক্রিয়াও প্রথম। ‘স্পেকট্রা’ শব্দের অর্থ অশরীরী। তবে তাই বলে এ ছবিটি কোনা ভূতের ছবি নয়। একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষিপ্ত রূপ ‘স্পেকট্রা’ থেকেই নতুন ছবির নামকরণ। নানা বাধা বিপত্তি অতিক্রম করে জেমস বন্ড কিভাবে একটি স্পেকট্রার অপরাধ চক্রের মুখোশ উন্মোচন করেন, সেটাই দেখা যাবে এবারের ছবিতে।এলএ/আরআইপি
Advertisement