খালেদা জিয়া রাজাকারের সমর্থক হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।ইনু অভিযোগ করেন, উনি (খালেদা) রাজাকারের সমর্থক হয়ে গেছেন, আদালতের বিরুদ্ধে ভূমিকা রাখছেন। ওনাকে মুখ খুলতে হবে যে উনি আদালতের রায় মানেন কি, মানেন না। উনি নীরবতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের পক্ষ ও হরতালের সমর্থন দিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। খালেদা জিয়া একাত্তরের রাজাকারদের সমর্থন দিয়ে নব্য রাজাকারের ভূমিকায় এসেছেন। সময় এসেছে বেগম খালেদা জিয়ার কৈফিয়ত তলব করা।তিনি বলেন, উনি (খালেদা) আদালত মানবেন না, সংবিধান মানবেন না, রাজনীতির নিয়মকানুন মানবেন না, আর গণতন্ত্রের বুলি আওড়াবেন। এটা ঠিক না।ইনু বলেন, একাত্তরে প্রকাশ্যে যারা নরহত্যা করেছে, গণহত্যা করেছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশে আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হরতাল ডাকে। এ জন্য তারা গণতন্ত্র ও রাজনীতির উপযুক্ত না। খালেদা জিয়া মুখ বন্ধ করে ওদের (জামায়তকে) সমর্থন দেন। এটাও লজ্জাজনক ও দুঃখজনক।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একটা মামলা ঝুলে আছে। এ ব্যাপারে এগোনো হচ্ছে।১ নভেম্বর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, দুই দিক থেকে তদন্ত হচ্ছে। কারিগরি ত্রুটির দিকটা তদন্ত করে কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন দেবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে। আর নাশকতা ছিল কি না, সেটাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তলিয়ে দেখছে।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রীর সঙ্গে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement