নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপারের বাসার সামনের সড়ক থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরে অসন্তোষের জের ধরেই এ সাদৃশ্য বস্তু রাখা হয়েছে। নারায়ণগঞ্জ কারাগারের সামনে থেকে সোমবার রাতে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। পরে কারাগারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, নারায়ণগঞ্জ কারাগারের সামনের ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের পর কারাগারসহ আশেপাশের লোকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ জেল সুপার হালিমা খাতুন জাগো নিউজকে জানান, রাত সোয়া ১২টার দিকে কারাগারের দ্বিতীয় গেটের সামনে রাস্তা থেকে দুইটি লাল স্কচটেপ মোড়ানো দুটি বস্তু উদ্ধার দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, কারাগারের সুপারের বাসার সামনের এগুলো মূলত আতঙ্ক সৃষ্টির জন্য রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে লাল স্কচটেপ মোড়ানো বস্তুর ভেতরে জর্দার কৌটা পাওয়া গেছে। তবে কোনো ধরনের ককটেলের আলামত পাওয়া যায়নি। জেলা কারাগারের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর
Advertisement