অবৈধ পথে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর এক শিশুসহ ১৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার গভীর রাতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পে তাদের হস্তান্তর করেন বিএসএফ।ফেরত আসা বাংলাদেশিরা হলেন, নড়াইলের আকরাম শেখ (৫০), আব্দুর রশিদ (৬৫), হোনুফা খাতুন (৩৫), জবেদা শেখ (৩০), সাজিত শেখ (২), করিম শেখ (৩৫), মনোয়ারা শেখ (৩২), বাগেরহাটের সমির হিরা (৪০), উৎপল বাড়ৈ (২৩), গোপালগঞ্জের অজয় ঢালী (২৫), স্বপন বিশ্বাস (৩৫), যশোরের লিটন মিয়া (২৫), নোয়াখালীর দেলোয়ার হোসেন (২৫), নারায়ণগঞ্জের শরিফ আলী (২০), কুমিল্লার পিযুষ কর্মকার (১৮) ও মেহেরপুরের রিনা মন্ডল (৩৫)। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, অবৈধপথে ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে। পরবর্তীতে মানবিক কারণে জেলহাজতে না পাঠিয়ে বিএসএফ সদস্যরা তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।জামাল হোসেন/এসএস/পিআর
Advertisement