করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৮ জন মারা গেছেন। এর মধ্যে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
Advertisement
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।
দেশের গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মোট মৃত পাঁচ হাজার সাতজনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই হাজার ৪৬৭ (৪৯ দশমিক ২৭ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ৩৯ (২০ দশমিক ৭৫ শতাংশ), রাজশাহীতে ৩৩২ (৬ দশমিক ৬৩ শতাংশ), খুলনায় ৪২০ (৮ দশমিক ৩৯ শতাংশ), বরিশালে ১৮৫ (৩ দশমিক ৬৯ শতাংশ), সিলেটে ২২২ (৪ দশমিক ৪৩ শতাংশ), রংপুরে ২৩৫ (৪ দশমিক ৬৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১৪ শতাংশ) রয়েছেন।
Advertisement
উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি। করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ১৭৮ জনে।
এমইউ/এমএসএইচ/পিআর