দেশজুড়ে

জেডিসি পরীক্ষা দিতে পারেনি ফাতিমা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি ইউনিয়নে ছোট শৌলা গ্রামের শাহাদাৎ হোসেন দাখিল মাদরাসার সুপার ও অফিস সহকারীর অবহেলার কারণে জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ফাতিমা আক্তার নামের এক মেধাবী শিক্ষার্থী। এ কারণে মাদরাসা সুপার মাওলানা মোস্তফা কামালের বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোমবার লিখিত অভিযোগ দিয়েছে ওই ছাত্রী।  অভিযোগ সূত্রে জানা গেছে, ফাতিমা ওই মাদরাসার একজন নিয়মিত শিক্ষার্থী। চলতি জেডিসি পরীক্ষার জন্য সুপার তার কাছ থেকে প্রথমে ফরম পূরণের জন্য ৫ শত টাকা নেন। গত ২৭ অক্টোবর পরীক্ষা দেয়ার জন্য প্রবেশপত্র বাবদ ৪ শত টাকা নেন সুপার। ৩১ অক্টোবর ফাতিমা প্রবেশপত্র আনার জন্য মাদরাসার সুপারের কাছে গেলে তাকে পরীক্ষার হলে বসে প্রবেশপত্র দেয়ার আশ্বাস দিয়ে পাঠিয়ে দেয়া হয়। ১ নভেম্বর ফাতিমা পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে কেন্দ্রে উপস্থিত হয়ে সুপারের কাছে প্রবেশপত্র চেয়ে না পেয়ে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে আসে।  এ ব্যাপারে অভিযুক্ত মাদরাসার সুপার মোস্তাফা কামালের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জাগো নিউজকে জানান, তদন্ত শেষে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।হাসান মামুন/এসএস/আরআইপি

Advertisement