নারী উদ্যোক্তাদের সমস্যা সমাধানের পথ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ নামের একটি গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।‘নারী উদ্যোক্তা : চ্যালেঞ্জ ও করণীয়’ শিরোনামের কর্মশালাটিতে প্রায় ২০জন নারী উদ্যোক্তা অংশ নেন।কর্মশালায় অংশ নেয়া নারী উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পরে সেগুলো সমাধানের জন্য নির্দেশনামূলক আলোচনা করা হয়।আলোচনা করেন গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ, অ্যাডমিন মুনির হাসান, অপটিমা এইচআর সল্যুশনের প্রতিষ্ঠাতা এম মোরশেদ হায়দার, টেকমেনিয়া’র সিইও তাসমি মিজি, কারিগরবিডির প্রতিষ্ঠাতা তানিয়া ওহাব প্রমুখ।এসইউ/আরআইপি
Advertisement