খেলাধুলা

চাকাবার অর্ধশতক, জিম্বাবুয়ে ৩১০/৫

বাংলাদেশের করা ৪৩৩ রানের জবাবে ফলোঅন এড়াতে ২৩৪ রানের প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। বুধবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে সফরকারীরা। ফলোঅন এড়াতে তখনো ৩ রান প্রয়োজন তাদের। শেষ সেশনে ব্যাট করতে নেমে ইতিমধ্যে তারা ফলোঅন এড়িয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১০ রান। ক্রিজে রয়েছেন মাসাকাদজা ১৪৩ রানে ও চাকাভা ৬৫ রানে।জিম্বাবুয়েকে একাই টেনে নিয়ে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা। ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়ে জিম্বাবুয়েকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।এদিকে বাংলাদেশের বিপক্ষে এটি মাসাকাদজার তৃতীয় টেস্ট শতক। অপর টেস্ট শতকটি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ষষ্ঠ উইকেটে মাসাকাদজাকে সঙ্গ দিচ্ছেন রেগিস চাকাবা।বুধবার তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল জিম্বাবুয়ের। ৩০ ওভারে ৮৭ রান তুলে নেয় সফরকারীরা। ক্যারিয়ারের পঞ্চম ও বাংলাদেশের বিপক্ষে নিজের দ্বিতীয় অর্ধশত রান তুলে জিম্বাবুয়েকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান হ্যামিলটন মাসাকাদজা। সঙ্গে ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।মধ্যাহ্ন বিরতির পর দৃশ্যপট পাল্টে যায়। দ্রুত ৩ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। প্রথমে সাজঘরে ফেরান জিম্বাবুয়ের অধিনায়ককে। ব্রেন্ডন টেলর ৩৭ রানে শর্ট লেগে মুমিনুলের হাতে তালুবন্দি হন।  ৪ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৩৭ রান করেন টেলর।  ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান ক্রেইগ আরভিন এলটন ও চিগাম্বুরাকে টিকতে দেননি সাকিব।বাহাতি এই স্পিনারের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে তালুবন্দি হন আরভিন। ১৭ রান করেন তিনি। এরপর ১ রানে শর্ট লেগে মুমিনুলের তালুবন্দি হন এলটন চিগাম্বুরা। দ্রুত ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব।তবে দিনের শুরুতেই দুবার জীবন পান শতকধারী মাসাকাদজা।  দিনের প্রথম ওভারে ব্যক্তিগত ১৫ রানে রুবেলের বলে স্লিপে শুভর হাতে এবং দ্বিতীয় ওভারে ১৯ রানে তাইজুলের বলে একই জায়গায় শুভর হাতে জীবন পান। দুটি ক্যাচ ছেড়ে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন শামসুর রহমান শুভ।সকালের সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য ব্রায়ান চারির উইকেট। প্রথম টেস্টের নায়ক তাইজুলের বলে ব্যাক্তিগত ২৫ রানে মিড অফে ক্যাচ দেন চারি। ৯২ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন ডানহাতি এই ওপেনার। এর আগে মঙ্গলবার দিনের শেষ প্রান্তে তাইজুলের বলে এলবিডাব্লিউর শিকার হয়েছিলেন সিকান্দার রাজা (১১)।সোমবার প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে  বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৩৩ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ১৩৭ ও তামিম ইকবাল ১০৯ রান করেন। ৫৬ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে।

Advertisement