জাতীয়

শিশু শ্রমিক রিয়াদের হত্যাকারীর বিচার দাবি

শিশু শ্রমিক রিয়াদের ‘হত্যাকারী’ মতিঝিল ঘরোয়া হোটেলের মালিক সোহেলের বিচার দাবি করেছেন ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিকলীগ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, রিয়াদের হত্যাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা না হলে আগামী ৭ নভেম্বর আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচির মধ্যে থাকবে- প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশসহ ঢাকা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা।পাশাপাশি সারাদেশে হোটেল, রেস্তোরাঁ, চাইনিজ, ফাস্টফুড, মিষ্টি, বেকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি, ২০০৬ শ্রম আইনের ৫ ধারা অনুযায়ী পরিচয়পত্র, নিয়োগপত্র, দৈনিক ৮ ঘণ্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুন মজুরি এবং উৎসব ছুটিসহ দুই ঈদে বোনাস প্রদানের দাবিও জানান তারা। মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ সোলায়মান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেকেন্দার, প্রচার সম্পাদক কামরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এএস/একে/আরআইপি

Advertisement