নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনকে ফাঁসি ও আরো তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকন মিয়া ও মোহর চান। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সফর আলী, নূরে আলম ও মনির হোসেন। মামলায় তারা মিয়া নামের একজন অভিযুক্ত থাকলেও তিনি মারা গেছেন। আদালতের পিপি রাকিব উদ্দিন রকিব জাগো নিউজকে জানান, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের রেবতি মোহন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বাড়ির বাইরে গেলে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে। পরদিন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে মামলা করে। আদালত পরে ৬জনকে অভিযুক্ত করেই চার্জশিট দেয়। দীর্ঘ ১৬ বছর পর মামলায় রায়ে দুইজনকে ফাঁসি ও আরো ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে রায় ঘোষণায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং অভিযুক্তদের দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি
Advertisement