আইসিসি’র সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। তবে এ সফরে টাইগারদের বিপক্ষে জয় চায় জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা। মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে চিগুম্বুরা বলেন, আমাদের দলে নতুন বেশ কয়েকজন ক্রিকেটার এসেছে। তারা নিজেদের মেলে ধরতে চাইবে। নতুন একটা ধাপে পৌঁছাতে চাইবে তারা। ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। এই সিরিজটা হওয়াতে আমাদের জন্য ভালোই হলো।চিগুম্বুরা আরও বলেন, আমি দলের ক্রিকেটারদের বলব, নিকট অতীতকে ভুলে যেতে। এটা নতুন একটা সিরিজ। আমাদের ফোকাস এই সিরিজটাকে ঘিরেই। তাছাড়া এখানকার উইকেট ও কন্ডিশনে আমরা অভ্যস্ত। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ৭, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা।এমআর/পিআর
Advertisement