ফিলিপাইনে এক বেতার সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ম্যানিলার একটি রেস্তোরাঁর বাইরে সন্দেহভাজন দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।নিহত সাংবাদিকের নাম জোস বার্নার্দো (৪৪)। তিনি ম্যানিলার ডিডব্লিউবিএল বেতার কেন্দ্রের একজন সাংবাদিক ও সংবাদ পাঠক ছিলেন। পুলিশ জানিয়েছে,ম্যানিলার একটি রেস্তোরাঁর বাইরে জোস বার্নার্দোকে (৪৪) লক্ষ্য করে গুলি ছুড়লে মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেস্তোরাঁর এক কর্মীও আহত হয়েছেন। সাংবাদিক হিসেবে বার্নার্দোর কাজের সঙ্গে হত্যার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ফিলিপাইনের জাতীয় প্রেসক্লাবের সভাপতি জোয়েল সাই ইগকো এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এখন পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় এ ঘটনা ঘটেছে।এসআইএস/পিআর
Advertisement