জাতীয়

ঠাকুরগাও জেলা সমিতির বৃত্তি প্রদান

ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকায় অধ্যয়নরত জেলার ৫০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়নে সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সমিতির সভাপতি সাবেক সচিব এ এম আব্দুল জব্বারের সভাপতিত্বে বৃত্তি প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের ইআরডির অতিরিক্ত সচিব সেফাউল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার আলী, এসপি নজরুল ইসলাম ও ব্যারিস্টার নূর উস সাদিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০ বছর পর বাংলাদেশ কোথায় যাবে তাও চিন্তার বাইরে।তিনি সমিতির পক্ষ থেকে বৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য বলেন, ঠাকুরগাঁও ছোট জেলা হলেও শিল্প, সাহিত্য-সংস্কৃতির দিকে সব সময় এগিয়ে ছিল। তিনি তার বক্তব্যে বৃত্তিপ্রাপ্তদের পড়ালেখায় আরো মনোযোগী হবার আহ্বান জানান এবং স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার আলী সমিতির কার্যক্রম আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা লিটু আনাম। অনুষ্ঠানের পর ঠাকুরগাঁও জেলায় ঢাকাস্থ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার কৃতি শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। এমএএস/আরআইপি

Advertisement