লক্ষ্মীপুর সদর উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে টিনের চাল ভেঙে আহত মাদ্রাসা ছাত্র মনির হোসেনের (১২) মৃত্যু হয়েছে। সোমবার রাত একটার দিকে নোয়াখালী থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে হাজী আবদুল মান্নান স্মৃতি ফুটবল শিরোপার ফাইনাল খেলা দেখার সময় কলেজের সেমি পাকা একটি ঘরের টিনের চাল ভেঙে নারী-পুরুষসহ ২০ জন দর্শক আহত হন। নিহত মনির নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের মো. ইউনুছের ছেলে। সে স্থানীয় চর মটুয়া হাফিজিয়া মাদ্রাসার হিবযুল কোরআন শেষ বর্ষের ছাত্র। নিহতের বড় ভাই হাফিজ আহাম্মদ জাগো নিউজকে বলেন, মনিরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।কাজল কায়েস/এমজেড/পিআর
Advertisement