জাতীয়

করোনায় সুস্থতার হার ৭৩.৫৩ শতাংশ

দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার। বর্তমানে দেশে শতকরা ৭৩ জনের বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। মোট সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি এবং নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৭৯ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ১৭৯ জন রোগীর মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এক হাজার ৪৬ জন। ময়মনসিংহে সর্বনিম্ন; ২৯ জন। গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের রোগীদের মধ্যে চট্টগ্রামে ৩৪৭ জন, রংপুরে ৪৬, খুলনায় ২৫২, বরিশাল ৫৭, রাজশাহীতে ৩২৩ এবং সিলেট বিভাগে ৭৯ জন সুস্থ হয়েছেন।

Advertisement

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement