দেশজুড়ে

ব্লগার হত্যাকারীরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শত্রু : সুজন সম্পাদক

ব্লগার ও প্রকাশক হত্যাকারীরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহাবুবুল হুদা সম্মেলন কক্ষে হাঙ্গার প্রজেক্টের পিস প্রেসার গ্রুপ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।‘সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত ছিলেন।তিনি বলেন, দুর্বৃত্তরা গত এক বছরে বেশ কয়েকজন মুক্তচিন্তার লেখক বা ব্লগারকে হত্যা করেছেন। শুধু তাই নয় দুজন নিরপরাধ বিদেশি নাগরিককেও প্রাণ দিতে হয়েছে। যারা ধর্মের দোহাই দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শত্রু তথা দেশের শত্রু।তিনি আরও বলেন, আমাদের এমন আশঙ্কা ছিল না যে বাংলাদেশটা এমন হতে পারে। এজন্যই কী আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আমরা দেশ স্বাধীন করেছিলাম?সুজন সম্পাদক বলেন, যারা ধর্মের নামে এসব অপকর্ম ও সহিংসতা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা কারও বন্ধু নন, সবার শত্রু। যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই চাইবেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এজন্য দল, মত নির্বিশেষে সবাইকেই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।সুজনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান প্রমুখ।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

Advertisement