জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে

দেশের আটটি বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে। অপর সাত বিভাগে মারা গেছেন ৩২ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। ৩২ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৯১৩ জনে।

Advertisement

২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে চার, খুলনা বিভাগে দুই, চট্টগ্রাম বিভাগে এক, বরিশাল বিভাগে এক, সিলেট বিভাগে এক ও রংপুর বিভাগে একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মৃত চার হাজার ৯১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৪০৪ জন (৪৮ দশমিক ৯৩ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ২২ জন (২০ দশমিক ৮০ শতাংশ), রাজশাহী বিভাগে ৩২৯ জন (৬ দশমিক ৭০ শতাংশ), খুলনা ৪১৫ জন (৮ দশমিক ৪৫ শতাংশ), বরিশাল বিভাগে ১৮৪ জন (৩ দশমিক ৭৫ শতাংশ), সিলেট বিভাগে ২২১ জন (৪ দশমিক ৫০ শতাংশ), রংপুর বিভাগে ২৩১ জন (৪ দশমিক ৭০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১৮ শতাংশ)।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি।

এমইউ/বিএ/এমকেএইচ

Advertisement