জাতীয়

প্রকাশক হত্যা ও হামলা : উভয় মামলা ডিবিতে

প্রকাশনা সংস্থা জাগৃতির স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধস্বরের মালিকসহ তিনজনকে  যখম করার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (জনসংযোগ) মুন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে মামলা দুটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ৪৮ ঘণ্টা পর তার স্ত্রী রাজিয়া রহমান বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।  এছাড়া একই দিনে লালমাটিয়ায় হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা করেছেন প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল)। হাসপাতাল থেকে আহমেদুরের স্বাক্ষর নিয়ে মামলাটি করা হয়। উভয় মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জেইউ/এএইচ/এমএস

Advertisement