যশোরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম নামের এক প্রিন্টিং শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকার পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিক প্রিন্টিংয়ে কাজ করার সময় সহকর্মী আশারফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ছুরিকাহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।সূত্র জানায়, শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকার ইউনিক প্রিন্টিংয়ে কাজ করতেন শহিদুল ও আশরাফুল। তারা দুজন প্রিন্টিংয়ের পরিত্যাক্ত পলিথিন বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিতেন। সোমবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশরাফুল রাগান্বিত শহিদুলকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তিনি মারা যান।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যায় ইউনিক প্রিন্টিংয়ে কাজ করার সময় শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় আশরাফুল শহিদুলকে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটানায় অভিযুক্ত আশরাফুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।মিলন রহমান/এমজেড/পিআর
Advertisement