দেশজুড়ে

ফেনীতে অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তার ঢাকা মেডিকেলে মৃত্যু

ফেনীতে ভ্রাম্যমাণ আদালেতের অভিযানের সময় অগ্নিদগ্ধ উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম মারা গেছেন। এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জানা যায়, ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেল ব্রিজের নীচে অবৈধ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয়। সহকারী কমিশনার সদর (ভূমি) রাশেলুল কাদের ও সহকারী কমিশনার মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযানে জব্দ করা প্রায় ৬শ ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অসাবধানতাবশত ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকতা মো. শাছুল আলম (৪৫) ও অফিস সহকারী তপন চন্দ্র দাস (৪০) দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা অগ্নিদগ্ধ মো. শামছুল আলমের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে দীর্ঘ এক সাপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম জাগো নিউজকে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।জহিরুল হক মিলু/এমজেড/পিআর

Advertisement