ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসসিসির বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট কাজী মো. ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের নীলক্ষেত এলাকায়। এ সময় তিনি ২৮ স্থাপনা পরিদর্শন করে একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা ও ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অঞ্চল-৪ এর আগামসি লেন ও বংশাল এলাকায় ডিএসইসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৬টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
এদিকে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ডিএসসিসির ডেমরা ফ্লাইওভার সংলগ্ন কাজলা বাজার এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া দুটি মামলার মাধ্যমে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ এ মামলা দুটি করেন।
ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত আজ পাঁচটি মামলা ও নগদ এক লাখ টাকা জরিমানা করেন।
এএস/এএইচ/পিআর
Advertisement